
শিক্ষা জাতির উন্নয়ন ও মানব উন্নয়নের মূলভিত্তি। এই ভিত্তিতে সুদৃঢ় ও সুগঠিত করার প্রয়াসে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে সুষ্ঠূ ও সুন্দর সমাজ নির্মানের আকাঙ্খায় সর্বদায় নিয়োজিত এই শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রদানের এই মহান ব্রতকে সামনে রেখে রামপুরা একরামুন্নেছা ডিগ্রি কলেজ শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট কৃতিত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে। আধুনিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষার মানোন্নয়ন, মেধার বিকাশ ও সুপ্ত প্রতিভা সৃজনের অনুকূল পরিবেশ এই প্রতিষ্ঠানে সর্বদাই বিরাজমান। আত্মপ্রত্যয়ী এই প্রতিষ্ঠান বর্তমানে নব আঙ্গিক ও নব চেতনায় উদ্যমী হয়ে শিক্ষার সাফল্য-শিখরে পোঁছাতে সচেষ্ট। নিয়ত পরিবর্তনশীল এই বিশ্বের গতিপথে আগামী প্রজন্মের অবস্থান সুদৃঢ় ও গতিশীল করে গড়ে তোলাই আমাদের প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য।
DEWAN SAIFUDDIN
(Principal Acting)
একাদশ শেণিতে ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র
Dec 5, 2017
Introducing Rampura Ekramunnesa Degree Collage
Dec 2, 2017